Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বোয়ালিয়া

পরিচিতঃ নওগাঁ ও সান্তাহার পৌরসভার মাঝখানে তুলশীগঙ্গ নদীর পূর্ব ধারে এই ইউনিয়ন পরিষদ আবস্থিত। এলকা কিছু টা শিল্পউন্নত এবং শাকশবজি ধান উৎপাদনে প্রশিদ্ধ ইউনিয়ন। এখানে দুইটি অত্যাধুনিক আটোমেটিক চাউল কল রয়েছে। যেখানে প্রতিদিন চার হাজার মণ ধান থেকে চাউল উৎপাদন করতে পারে।

এই ইউনিয়নে একটি কোল্ডষ্টোর আছে।

ও একটি বিশাল পাট গুদাম রয়েছে।

০১। ইউনিয়নের নামঃ ০৭নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ।

০২। আয়তনঃ- ৮বর্গ কিলোমিটার

০৩। সিমানাঃ উত্তরে তিলকপুর ইউ পি, দক্ষিণে চন্ডপুর ইউ পি, পশ্চিমে নওগাঁ পৌরসভা, পূর্বে সান্তাহার পৌরসভা।

০৪। গ্রামের সংখ্যাঃ- ৯(নয়) টি। মৌজা সংখ্যাঃ ৯ টি

০৫। মোট লোকসংখ্যাঃ- ২০,৭৮৭ জন (জন্মনিবন্ধন আনুযায়ী)

০৬। গ্রাম ভিত্তিক লোক সংখ্যানিম্ন রুপ ঃ- বোয়ালিয়া ২৩৮২ জন, পারবোয়ালিয়া ৩০১১ জন. খগরকুড়ি ১০২৫ জন, খয়রাবাদ ৯২৫জন, এনায়পুর ২১৪৭ জন , ইকরকুড়ি ১১২০ জন, ধামকুড়ি ১১১১ জন, সাহাপুর ৩৪৩৮ জন, দোগাছী উত্তর ১৮৭৭ জন, দোগাছী -০৮, ১৬০০ জন দোগাছী পথরকুটা ২১৬১ জন।

০৭। হাটবাজারের সংখ্যাঃ- নাই।

০৮। পাকা রাস্তা ঃ- ১৫কিলোমিটার

০৯। পাকা ড্রেনের সংখ্যাঃ ০৬ কিলোমিটার

১০। খাস পুকুরের সংখ্যাঃ- ২টি।

১১। মন্দির এর সংখ্যাঃ ০২ টি।

১২। মাজার এর সংখ্যাঃ- ০৩ টি।

১৩। কমিউনিটি ক্লিনিকঃ- ০২ টি।

১৪। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ- ০১ টি।

১৫। বেসরকারী হাসপাতালঃ- ০১ টি।

১৬। বিদ্যুতায়িতর গ্রামের সংখ্যঃ- ০৯ টি।

১৭। মাধ্যামিক বিদ্যালয়ঃ- ০২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৩টি, রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিঃ ০১ টি, কিন্ডার গার্ডেন স্কুল ০১ টি, মাদ্রাসা ০৪ টি।

১৮। শিক্ষার হারঃ- ৬৬%।

১৯। স্যানিটেশনের এর হারঃ- ৮৫%।

২০। যোগাযোগ ব্যাবস্থা - পাকা  রাস্তা , আধা পাকা রাস্তা ও কাঁচা রাস্তা। নওগাঁ জেলা সদর হতে পাকা রাস্তা যাতোযাত।

২১। আটোমিটিক চাউল কল ০২টি।

২২। কোল্ডষ্টোর ০2 টি।

২৩। বিষ্কুট কারখানা ০১ টি।

২৪। ইট ভাটা ০৪ টি। ( একটি উন্নত প্রযুক্তি )