০৭নং বোয়ালিয়া ইউনিয়নে দুটি ব্লকে ২ জন কৃষি কর্মকর্তা
১। মো- আবুল কালাম আজাদ - ব্লক - বোয়ালিয়া - মোবাইল নং ০১৭১১১৪৮৪৪৪৯
২। মোছা- শামীমা আখতার - ব্লক - দোগাছী - মোবাইল নঙ- ০১৭২৬৭২০০৪৭
প্রশাসনিক দায়িত্ব
১।দৈনন্দিন কাজের অগ্রগতি, ভবিষ্য কর্মকান্ডের পরিকল্পনা এবং কৃষকের চাহিদা ও সমাধানের বিষয় লেখার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ডাইরি সংরক্ষন করা।
২। এনজিও সম্পৃক্ত কৃষক দলসহ কর্মরত অন্যান্য কৃষক দল শনাক্ত করা
৩। সদস্য সচিব হিসেবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিতভাবে আয়োজন করা।
এছাড়া নিম্ন কাজ গুলি করা হয়-
১।পাক্ষিক কর্মসূচীর মাধ্যমে= (১৫ দিনের কর্মসূচী)
২। পরার্মশ কেন্দ্রে- ইউপি অফিস ও সাহাপুর নামে পরার্মশ কেন্দ্র আছে। এখানে ৯টা থেকে ১১ টা পর্যন্ত পরামর্শ প্রদান করা হয়।
৩। দলীয় আলোচনা ও মাঠ পরিদর্শন এবং পরামর্শ প্রদান।
৪। আই সি এম কৃষক মাঠ স্কুল/কৃষক সমবায় ক্লাবের মাধ্যমে কৃষি প্রযুক্তি হস্তান্তর
৫। বিভিন্ন ফসলের পোক ও রোগ বালাই সম্পর্কে কৃষক ভাইদের প্রশিক্ষন প্রদান।
৬। সুষম মাত্রায় জমিতে সার ব্যবহারের জন্য কৃষক ভাইদের পরার্মশ প্রদান
৭। মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ব্যবহার এবঙ মাটি পরীক্ষা করার পরামর্শ প্রদান।
আরোৱ বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস